২০২৪ সালকে বলা হচ্ছে ভোটের বছর। এ বছর বিশ্বের ৪০টির বেশি দেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আগে ভোট হবে বাংলাদেশে, আগামী ৭ জানুয়ারি। দক্ষিণ এশিয়ার আরও তিন দেশ- ভারত, পাকিস্তান এবং ভূটানেও ভোট এ বছর।
বাংলাদেশে ভোট না দিলে শাস্তির বিধান নেই। তবে বিশ্বের অনেক দেশেই ভোট দেওয়া বাধ্যতামূলক। ১৫টি দেশে ভোট না দিলে রয়েছে জেল-জরিমানার ব্যবস্থা।
দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কঙ্গো, ইকুয়েডর, লিচেনস্টাইন, লুক্সেমবার্গ, নাউরু, উত্তর কোরিয়া, প্যারাগুয়ে, সামোয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও উরুগুয়ে।
এসব দেশের সরকার মনে করে, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য। ভোটের মাধ্যমে নাগরিকরা যাতে তাদের মত প্রকাশ ও প্রতিনিধিত্ব করতে পারেন— তা নিশ্চিত করতে জরিমানার আশ্রয় নেওয়া হয়।
তাদের মতে, জরিমানার মূল উদ্দেশ্য হলো জনগণের ভোটদানের হার বাড়ানো। এছাড়া ভোটাধিকার যাতে লঙ্ঘিত না হয়, সেটাও লক্ষ্য থাকে।
দেশভেদে এই জরিমানার হার একেক রকম।
স্থানীয় মুদ্রায় জরিমানা কেমন
অস্ট্রেলিয়া : নির্বাচনী আইন অনুসারে, ১৮ বছরের বেশি বয়সী অস্ট্রেলিয়রা ভোট না দিলে প্রথমবার ৫০ ডলার (৩৭১৯ টাকা), দ্বিতীয়বার ৭৫ ডলার (৫৫৭৮ টাকা) এবং তৃতীয়বার ১০০ ডলার (৭৪৩৭ টাকা) জরিমানা করা হয়।
বলিভিয়া : বলিভিয়ার সংবিধানের ১৬তম অনুচ্ছেদ অনুসারে, ভোট না দিলে প্রথমবার ১০০ বলিভিয়ানো (১৫৮৯ টাকা), দ্বিতীয়বার ২০০ বলিভিয়ানো (৩১৭৮ টাকা) এবং তৃতীয়বার ৩০০ বলিভিয়ানো (৪৭৬৮ টাকা) জরিমানা করা হয়।
ব্রাজিল : ব্রাজিলে ভোট না দিলে প্রথমবার ভোটদানের শতকরা হারের ৫, দ্বিতীয়বার ১০ এবং তৃতীয়বার ১৫ শতাংশ জরিমানা করা হয়।
চিলি : দেশটির ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিকের ভোটদান বাধ্যতামূলক। না দিলে প্রথমবার ১০,০০০ পেসো (১২৪২ টাকা), দ্বিতীয়বার ৫০,০০০ পেসো (৬২১১ টাকা) এবং তৃতীয়বার ১০০,০০০ পেসো (১২৪২২ টাকা) জরিমানা করা হয়।
কঙ্গো : ১৮ বছরের বেশি বয়সী কঙ্গোলিজরা ভোট না দিলে প্রথমবার ১০,০০০ ফ্রাঙ্ক (৪১০ টাকা) এবং দ্বিতীয়বার ২০,০০০ ফ্রাঙ্ক (৮২০ টাকা) জরিমানা করা হয়।
ইকুয়েডর : ইকুয়েডরের সংবিধানের ৬৭তম অনুচ্ছেদ অনুসারে, ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে নির্বাচনে ভোট দিতে হয়। না দিলে প্রথমবার ১০ ডলার (১০৯৯ টাকা), দ্বিতীয়বার ২০ ডলার (২১৯৮ টাকা) এবং তৃতীয়বার ৩০ ডলার (৩২৯৭ টাকা) জরিমানা করা হয়।
লিচেনস্টাইন : দেশটির ১৮ বছরের বেশি বয়সী কোনও নাগরিক ভোট না দিলে প্রথমবার ১০০ ফ্রাঙ্ক (১২৯২৫ টাকা), দ্বিতীয়বার ৩০০ ফ্রাঙ্ক (৩৮৭৭৫ টাকা) এবং তৃতীয়বার ৬০০ ফ্রাঙ্ক (৭৭৫৫০ টাকা) জরিমানা করা হয়।
লুক্সেমবার্গ : লুক্সেমবার্গে ভোট না দিলে প্রথমবার ৪০ ইউরো (৪৮১৭ টাকা), দ্বিতীয়বার ৮০ ইউরো (৯৬৩৫ টাকা) এবং তৃতীয়বার ১২০ ইউরো (১৪৪৫৩ টাকা) জরিমানা করা হয়।
নাউরু : দেশটিতে ভোট না দিলে প্রথমবার ১০০ ডলার (৭৪২৮ টাকা), দ্বিতীয়বার ২০০ ডলার (১৪৮৫৭ টাকা) এবং তৃতীয়বার ৩০০ ডলার (২২২৮৬ টাকা) জরিমানা করা হয়।
উত্তর কোরিয়া : কিম জং উনের দেশে ১৭ বছরের বেশি বয়সীদের ভোট দিতে হয়। না দিলে প্রথমবার ১০ দিনের কারাদণ্ড এবং ১০০ ওয়ান (১২ টাকা), দ্বিতীয়বার ১৫ দিনের কারাদণ্ড এবং ২০০ ওয়ান (২৪ টাকা) এবং তৃতীয়বার ৩০ দিনের কারাদণ্ড এবং ৩০০ ওয়ান (৩৬ টাকা) জরিমানা করা হয়।
প্যারাগুয়ে : দেশটিতে ভোট না দিলে প্রথমবার ১০০ গুয়ারানি (দেড় টাকা), দ্বিতীয়বার ৫০০ গুয়ারানি (৭ টাকা) এবং তৃতীয়বার ১,০০০ গুয়ারানি (১৫ টাকা) জরিমানা করা হয়।
সামোয়া : ভোট না দিলে প্রথমবার ১০০ সামোয়ান ট্যালা (৪০৭৪ টাকা), দ্বিতীয়বার ২০০ সামোয়ান ট্যালা (৮১৪৯ টাকা) এবং তৃতীয়বার ৩০০ সামোয়ান ট্যালা (১২২২৪ টাকা) জরিমানা করা হয়।
সিঙ্গাপুর : দেশটির সংবিধানের ৪৯তম অনুচ্ছেদ অনুসারে, ১৮ বছরের বেশি বয়সীদের ভোট দেওয়া বাধ্যতামূলক। ভোট না দিলে প্রথমবার ৫০ ডলার (৪১৪৩ টাকা), দ্বিতীয়বার ১০০ ডলার (৮২৮৭ টাকা) এবং তৃতীয়বার ১৫০ ডলার (১২৪৩১ টাকা) জরিমানা করা হয়।
তুরস্ক : দেশটির ১৮ বছরের বেশি বয়সীরা ভোট না দিলে প্রথমবার ১৮০ লিরা (৬৬৪ টাকা), দ্বিতীয়বার ৩৬০ লিরা (১৩২৯ টাকা) এবং তৃতীয়বার ৫৪০ লিরা (১৯৯৪ টাকা) জরিমানা করা হয়।
উরুগুয়ে : সংবিধানের ৭০তম অনুচ্ছেদ অনুসারে, ভোট না দিলে প্রথমবার ৩০০ পেসো (৮৪৪ টাকা), দ্বিতীয়বার ৬০০ পেসো (১৬৮৯ টাকা) এবং তৃতীয়বার ৯০০ পেসো (২৫৩৪ টাকা) জরিমানা করা হয়।
সূত্র : ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিস।