সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষের জন্য ওপেন মার্কেট সেলে (ওএমএস) বিক্রি হয় কম দামে নিত্যপণ্য। মঙ্গলবার ঢাকার আব্দুল গণি রোডে খাদ্য ভবনের সামনে সেই চাল ও আটা কিনতে ভিড় করে বেশ। ছবি : জীবন আমীর
ওএমএসের ট্রাক থেকে এদিন ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হয়। ছবি : জীবন আমীরআটা প্রতি কেজি ২৪ টাকায় কেনে মানুষ। ছবি : জীবন আমীরওএমএসের ট্রাক থেকে সর্বোচ্চ ৫ কেজি চাল কেনা যায়। ছবি : জীবন আমীরওএমএসের ট্রাক থেকে চাল-আটা কিনে ফিরছেন একজন। ছবি : জীবন আমীরলাইনে কাউকে রেখে এর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এক বৃদ্ধা। ছবি : জীবন আমীর