Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

রিয়াল জিতলে অভিনন্দন জানাবেন গার্দিওলা

গার্দিওলা-৭
[publishpress_authors_box]

“রিয়ালকে একইভাবে দুইবার হারানো অসম্ভব। তাদের একবার হারানোই কঠিন।”- কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে বলেছিলেন পেপ গার্দিওলা। সান্তিয়াগো বার্নাব্যুর শ্বাসরুদ্ধকর ম্যাচ জিততেও পারেননি ম্যানচেস্টার সিটি কোচ। তবে ফিরতি লেগ যখন ঘরের মাঠ ইত্তিহাদে, তখন ঘুরেফিরেই আসছে গত মৌসুমের সুখস্মৃতি। এই রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেবার ফাইনাল নিশ্চিত করেছিল ম্যান সিটি।

যদিও গার্দিওলা অতীত নিয়ে পড়ে থাকতে রাজি নন। বরং প্রথম লেগে রিয়ালের পারফরম্যান্সে ভীষণ সতর্ক। তাছাড়া মাদ্রিদের ক্লাবটি গত ১৩ আসরের ১১টিতে অন্তত সেমিফাইনাল খেলেছে। এমন একটা দলের বিপক্ষে নামার আগে কি ভয় পাচ্ছেন গার্দিওলা? সাবেক বার্সেলোনা কোচ জানালেন, তিনি ভয় পান না রিয়ালকে, বরং সম্মান করেন। আর যদি হেরে যান, তাহলে অভিনন্দন জানাবেন লস ব্লাঙ্কোদের।

কী ঘটেছিল

এ নিয়ে টানা তিন মৌসুম চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হয়েছে রিয়াল-ম্যান সিটি। গত মৌসুমে মুখোমুখি হয়েছিল তারা সেমিফাইনালে। বার্নাব্যুর প্রথম লেগ ১-১ গোলে ড্র করে ফেরার পর ম্যানচেস্টারের লেগ রিয়ালকে বিধ্বস্ত করেছিল ৪-০ গোলে।

এবারও একই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই দল। বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ড্র হয়েছে ৩-৩ গোলে। ফিরতি লেগ ইত্তিহাদে। স্বাভাবিকভাবেই গত মৌসুমের স্মৃতি ফিরছে। যদিও গার্দিওলা আগের মৌসুমের সঙ্গে এবারেরটি মেলাতে চাইছেন না। রিয়ালকে নিয়ে সতর্ক অবস্থানে ম্যান সিটি কোচ।

কী বলছেন গার্দিওলা

রিয়ালের মাঠ থেকে ড্র করে ফেরায় সুবিধাজনক জায়গায় সিটিজেনরা। কারণ সেমিফাইনালে যাওয়ার মিশনে ফিরতি লেগ খেলবে ঘরের মাঠে। এরপরও গার্দিওলা সতর্ক। তাই বলে স্প্যানিশ ক্লাবকে মোটেও ভয় পাচ্ছেন না তিনি। সংবাদ সম্মেলনে কাতালান কোচ বলেছেন, “আমি তাদের ভয় পাই না। তাদের প্রচুর সম্মান করি। অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। রিয়াল মাদ্রিদকে আমি সম্মান করি, কিন্তু যদি বলি তাদের ভয় পাই, তাহলে ভুল বলা হবে।”

ফিরতি লেগে হারলে রিয়ালকে বরং অভিনন্দনই জানাবেন গার্দিওলা, “কখনও আপনি জিতবে, কখনও জিততে পারবেন না। কিন্তু তাদের ভয় পাই না। যদি তারা আমাকে হারিয়ে দেয়, যেটা অনেকবারই হয়েছে, আমি তাদের অভিনন্দন ও শুভকমনা জানাব।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত