Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা?

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি: টুইটার
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ছবি: টুইটার
[publishpress_authors_box]

প্রিমিয়ার লিগে যা কেউ কোনোদিন দেখেনি, সেটাই করে দেখিয়েছেন পেপ গার্দিওলা। ইংল্যান্ডের প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগের টানা চারটি শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। আর সেই দলটির কোচ এই গার্দিওলা। অপ্রতিরোধ্য গতিতে ছোটা কাতালান কোচ নাকি আর এই সুখের সাগরে ভাসতে চাইছেন না। ব্রিটিশ মিডিয়ার খবর, ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা।

দিনকয়েক আগেই একটা আভাস দিয়েছিলেন তিনি। টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পর জানিয়েছিলেন, তিনি ম্যান সিটিতে থেকে যাওয়া নয়, ছেড়ে যাওয়ার দিকে এগোচ্ছেন। আর এখন ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল জানাচ্ছে, ইত্তিহাদে গার্দিওলা চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না।

আগামী বছরের জুন পর্যন্ত ম্যান সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ। অর্থাৎ, সামনের মৌসুমেই শেষ হচ্ছে এটি। এরপর গার্দিওলা আর থাকতে চাইছেন না ম্যানচেস্টারের ক্লাবে।

যদিও ম্যান সিটি কিংবা গার্দিওলা কোনও পক্ষই আনুষ্ঠানিক কিছু জানায়নি। তবে ক্লাবটির কয়েকটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, গার্দিওলা এরই মধ্যে ম্যান সিটি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত। চলতি মেয়াদ শেষে আর নবায়ন কববেন না চুক্তি।

শুধু তা-ই নয়, ব্রিটিশ সংবাদ মাধ্যম আরও জানাচ্ছে, ম্যান সিটি নাকি গার্দিওলার উত্তরসূরিও খোঁজা শুরু করে দিয়েছে। সম্ভাব্য নতুন কোচ হিসেবে কয়েকজনের নামও এসেছে। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ম্যান সিটির মালিকানা প্রতিষ্ঠান সিটি ফুটবল গ্রুপের আরেক ক্লাব জিরোনার কোচ মাইকেল। এই কোচের অধীনে এবার লা লিগায় চমক দেখিয়েছে জিরোনা।

এছাড়া আলোচনায় আছেন জুলিয়ান নাগেলসমান। জার্মান কোচ কিছুদিন আগেই জার্মানি জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। এরপরও তার প্রতি আগ্রহ আছে ম্যান সিটির। এমনকি জাবি আলোনসোর নামও এসেছে আলোচনায়।

যদিও এসবই এখন গুঞ্জন। ম্যানচেস্টার সিটিতে সর্বজয়ী গার্দিওলা ইত্তিহাদ ছাড়েন কিনা, সেটাই আগে দেখার!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত