Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
কোপা আমেরিকা

পেরু-চিলি ম্যাচে গোল হয়নি

পেরু-চিলি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

২০২৪ সালের কোপা আমেরিকা প্রথম গোলশূন্য ম্যাচ দেখল। শনিবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে চিলি ও পেরু।

তাদের খেলায় না ছিল ছন্দ, না ছিল পরিকল্পনা। দুই দলের অবস্থা ছিল প্রায় একই। তবে সুযোগ তৈরি ও বল পজেশনে পেরু থেকে অনেক এগিয়ে চিলি। প্রথমার্ধের বল পজেশনে হিসাবে পেরুর সঙ্গে চিলির ব্যবধান প্রায় দ্বিগুণ (৬৭ শতাংশ বনাম ৩৩ শতাংশ)।

বল দখলের মতো সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল চিলি। ১৫তম মিনিটে আলেক্সিস সানচেস ছোট বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করতে পারেননি। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ভালো সুযোগ তৈরি করেছিল পেরু। কিন্তু চিলি গোলকিপার ক্লাউদিও ব্রাভোর বিশ্বস্ত হাত ফাঁকি দিতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও কিছু সুযোগ তৈরি হয়েছে। তবে মোটা দাগে ছন্নছাড়া ও পরিকল্পনাহীন ফুটবলই দেখা গেছে চিলি-পেরু ম্যাচে।

গত ২০ বছরে এই প্রথম পেরু-চিলির ম্যাচ গোলহীনভাবে শেষ হলো। এর আগে দল দুটির মুখোমুখি লড়াই সর্বশেষ গোলশূন্য ড্র হয়েছিল ১৯৮৯ সালে। সব মিলিয়ে অবশ্য এটি পেরু-চিলি ম্যাচের ষষ্ঠবার গোলশূন্য ড্র হওয়ার উদাহরণ।

এই ম্যাচে দিয়ে নতুন কীর্তি গড়েছেন পেরুর স্ট্রাইকার পাওলো গুয়েরেইরো। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামেন ৪০ বছর বয়সে। তবে বয়সের চেয়ে বড় বিষয় হলো এ নিয়ে কোপা আমেরিকার ষষ্ঠ আসরে খেলতে নেমেছেন তিনি। এর আগে ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এই স্ট্রাইকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত