মুদ্রার এ পিঠ যেভাবে দেখেছিলেন নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন, অপর পিঠ দেখে ফেলেছেন কোচ পিটার বাটলার। আন্তর্জাতিক ফুটবলে নিয়মিত সাফল্য পাওয়া ছোটনের পর দায়িত্ব নিয়েই সাফের টুর্নামেন্টে হোঁচট খেয়েছে এই বৃটিশ কোচ।
সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ জয়ের আশায় মাঠে নেমেও কোনও রকমে হার এড়িয়েছে। শামসুন্নাহারের একমাত্র গোলে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
কিন্তু বাংলাদেশের মেয়েদের এমন পারফরম্যান্সে হতাশ নন ওয়েস্টহাম ইউনাইটেডে খেলা ৫৮ বছর বয়সী কোচ বাটলার, “আমি প্রিমিয়ার লিগে খেলেছি। দীর্ঘ দিন ফুটবল খেলেছি। হাজার হাজার ম্যাচ খেলেছি। কোচিং করিয়েছি। আমি দেখেছি ফুটবলে কখনও কখনও এমন হয়। তাই বলব আমি এই ফলে হতাশ না। এটা বলতে পারি আমাদের পুরুষ দলের চেয়ে মেয়েরা সব মিলিয়ে ভালো ফুটবল খেলে।”
বাংলাদেশ পুরোটা সময় ভালো খেলেও শুধু ফিনিশিংয়ের কারণে গোল পায়নি। সেটাই সংবাদ সম্মেলনে এসে বললেন কোচ, “ অনেক সময় দল আধিপত্য দেখিয়ে খেলেও ড্র করে। কিন্তু আজ এটা বলতেই হবে যে মেয়েরা দারুণ ফুটবল খেলেছে। কখনও ওরা থেমে থাকেনি। শুধু ভাগ্য পক্ষে ছিল না। দেখেছেন কিভাবে এই ম্যাচে ক্রস বারে লেগে বল বাইরে গেছে।”
আগামী ২৩ অক্টোবর পরের ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ওই ম্যাচে নজর দিতে চান কোচ, “আজকের ম্যাচ নিয়ে পর্যালোচনা করতে হবে। পরের ম্যাচ ২৩ অক্টোবর। ওই ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের উন্নতি করার অনেক সুযোগ আছে। সত্যি বলতে ফুটবল কখনও কখনও নিষ্ঠুর হয়।”
ম্যাচের সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মনিকা চাকমা। ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, “আজ আমাদের প্রথম ম্যাচ। বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পেরে ভালো লাগছে। আগে থেকেই আমাদের যে পরিকল্পনা ছিল সেই অনুসারে খেলেছি। প্রথমার্থের পর কোচ আমাদের বলেছে যে আরও একটু অ্যাফোর্ড দিতে। আমরা সব সময় গোলের জন্য চেষ্টা করেছি এবং গোল পেয়েছি। এজন্য ভালো লাগছে। আর আজকের এই পুরস্কারটা পরিবারের জন্য উৎসর্গ করলাম।”