Beta
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নির্বাচন কমিশনের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদোহ মামলার আবেদন

EC
[publishpress_authors_box]

আওয়ামী লীগ সরকারের আমলে তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সব নির্বাচন কমিশনার ও কমিশন সচিবের বিরুদ্ধে মামলা করতে চট্টগ্রামের একটি আদালতে আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ।

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল আলমের আদালতে আবেদনটি করেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে সংশ্লিষ্টদের নামে মামলা হতে শুরু করে। তবে এই প্রথম রাষ্ট্রদোহের অভিযোগে এই ধরনের মামলার আবেদন করা হলো।

মামলায় মোট ১৮ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আছেন।

বাদীর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী সকাল সন্ধ্যাকে বলেন, “বেআইনি তৎপরতা তথা জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া নির্বাচন এবং অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, জাতীয় সংসদসহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে মনে করেন আমার মক্কেল। আদালত আমাদের আবেদনটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পদমর্যাদার কোনও কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলেছেন।”

মামলার আবেদনে বলা হয়েছে, “দেশের মানুষ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। ৫-৭ শতাংশ ভোটকে ৪০ শতাংশ দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। এরকম নির্বাচন আয়োজন করে তারা সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ ও প্রতারণা করেছেন। এসব ভুয়া নির্বাচনের মাধ্যমে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই কথিত সংসদ সদস্যরা যেসব বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ ভোগ করেছেন-তাও রাষ্ট্রের অনুকূলে ফেরত নেওয়া প্রয়োজন।”

যাদের নাম উল্লেখ করে মামলার আবেদন দেওয়া হয়েছে তারা হলেন, ২০১৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ, নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. জাবেদ আলী, মো. আবদুল মোবারক ও মো. শাহনেওয়াজ।

২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিসুর রহমান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত