Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

পেট্রোলের দাম ৩ টাকা, অকটেনের ৪ টাকা কমল

পেট্রোল
মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সংগ্রহ করছেন এক ব্যক্তি। ছবি : জীবন আমীর
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রাইসিং ফর্মুলা অনুসারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের পর দেখা গেছে, এ পদ্ধতি চালুর প্রথম মাসেই জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এই প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনে কমেছে ৭৫ পয়সা, অকটেনে চার টাকা এবং পেট্রোলের দাম কমেছে তিন টাকা।

শুক্রবার থেকে নতুন দামে জ্বালানি বেচা-কেনা হবে। অর্থাৎ ক্রেতাকে প্রতি ডিজেল ও কেরোসিন কিনতে হবে ১০৮ দশমিক ২৫ টাকায়। এতদিন যা ছিল ১০৯ টাকা।

একই ভাবে অকটেনের দাম লিটারপ্রতি ১৩০ টাকা থেকে কমে হয়েছে ১২৬ টাকা, পেট্রোল ১২৫ টাকা থেকে কমে হয়েছে ১২২ টাকা।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হবে। ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি/ ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

সবশেষ ২০২২ সালের ২৯ আগস্ট দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। সে দামেই এতদিন বিক্রি হচ্ছিল জ্বালানি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত