Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শান্তকে নিয়ে প্রশ্নের পর যা হলো

সংবাদ সম্মেলনে ফিল সিমন্স।
সংবাদ সম্মেলনে ফিল সিমন্স।
[publishpress_authors_box]
চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে

মিরপুর টেস্টে চর্চায় ছিলেন সাকিব আল হাসান। বিদায়ী টেস্ট খেলার জন্য দুবাই এসেও ফিরে যেতে হয় তাকে। চট্টগ্রাম টেস্টে আবারও বেশি আলোচনা মাঠের বাইরের বিষয় নিয়ে। নাজমুল হোসেন শান্ত এই টেস্ট শেষে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন কিনা, সবার আগ্রহ সেটা নিয়েই।

টেস্ট শুরুর আগে তাইজুল ইসলামকে প্রশ্নটা করা হলে তিনি বলেছিলেন, ‘‘আমি কিছু জানি না।’’ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা কোচ ফিল সিমন্সকেও করা হয় একই প্রশ্ন। জানতে চাওয়া হয়, শান্ত কি অধিনায়কত্ব ছাড়বেন চট্টগ্রাম টেস্টে শেষে?

এবার সিমন্স কিছু বলার আগেই প্রশ্নকর্তাকে থামান বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। ম্যাচের বাইরের বিষয় হওয়ায় এড়িয়ে যেতে বলেন প্রশ্নটা। সিমন্স তখন হাসছিলেন মিটিমিটি।

প্রশ্নটার উত্তর না দিলেও, মাঠের বাইরের ব্যাপারগুলো নিয়ে ক্রিকেটাররা মনোযোগ হারান কিনা, এমন প্রশ্নের সিমন্স বললেন, ‘‘আমাদের কাছে যখন ওরা থাকে না তখন মনোযোগ হারায় কিনা জানি না। তবে যখন আমাদের সঙ্গে থাকে তখন আমরা যে কাজটা হাতে আছে সেটা করারই চেষ্টা করি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত