ঢাকাতে শীতের সকাল নামে একটু ভিন্নভাবে। প্রবল গাড়ির স্রোতের মধ্যে কুয়াশা আর সূর্যের কিরণ নিয়ে আসে ভিন্ন রকম মায়া। ছবি : হারুন-অর-রশীদকুয়াশা ভেদ করে সূর্য ওঠার সময় প্রকৃতি হয়ে ওঠে অপরূপ। প্রকৃতির বুকে এসময় খেলা করে নানা রং। ছবি : হারুন-অর-রশীদএরই মধ্যে কাজের তাগিদে বের হতে হয় ঘর থেকে। ঠাণ্ডা বাতাসে চোখ খুলে রাখাও দায়। ছবি : হারুন-অর-রশীদভোর হয়েছে, সূর্যও উঠেছে কিন্তু কুয়াশায় পথ দেখা কঠিন। তাই সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ছবি : হারুন-অর-রশীদশীতের হাত থেকে নিজেকে বাঁচাতে ঠিকঠাক শীতপোশাক জড়িয়েই পথে নেমেছেন এই নারী। ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে ছবি তুলেছেন : হারুন-অর-রশীদ