Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য।
পিনাকী ভট্টাচার্য।
[publishpress_authors_box]

রাজনৈতিক পটপরিবর্তনের পর ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা এক মামলা থেকে অব্যাহতি পেলেন প্রবাসী ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।

পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম পিনাকীসহ আসামিদের অব্যাহতি দেওয়ার আদেশ দেন বলে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।

আওয়ামী লীগ সরকার আমলে ২০২২ সালের ১৫ অক্টোবর রমনা থানায় এই মামলাটি করেছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত এসআই এম আব্দুল্লাহিল মারুফ।

ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিককে প্রধান আসামি করা হয়েছিল মামলায়। তার সঙ্গে আসামি করা হয় পিনাকী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মুশফিকুল ফজল আনসারীকে।

ফ্রান্সে থাকা পিনাকী আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচক হিসাবে অনলাইনে পরিচিত। মুশফিক ফজল আনসারী থাকতেন যুক্তরাষ্ট্রে, সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনগুলোতে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জন্য পরিচিত হয়ে ওঠেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ১৪ অক্টোবর ফেইসবুকে পুলিশ বাহিনীর একটি অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচার করেন আশিক। তার সূত্র ধরে পরদিন ঢাকার পল্লবীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার দুটি মোবাইল ফোন জব্দ করে তার সঙ্গে পিনাকী ও মুশফিক ফজলের যোগাযোগের তথ্য মেলে।

তদন্ত শেষে সিটিটিসি’র এসআই মোহাম্মদ রাহাত হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে গত ৭ মার্চ আশিক ও পিনাকীকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়েছিল।

গত ৯ অক্টোবর এ মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল। ওই দিনই বিচারক অভিযোগপত্র পর্যালোচনা শেষে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত