Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সাবেক মন্ত্রী মান্নানের ছেলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদাত মান্নান।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদাত মান্নান।
[publishpress_authors_box]

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বুধবার রাতে বেসরকারি ফল ঘোষণার সময় জানান, ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে সাদাত মান্নান আনারস প্রতীকে ৪০ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২৫৫ ভোট।

এছাড়া শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বোরহান উদ্দিন দোলন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৮ ভোট।

উপজেলার ১ লাখ ৪৫ হাজার ৭৯৭ ভোটারের মধ্যে ৬৫ হাজার ৬১৮ জন ভোট দেন এবং ৫৬টি কেন্দ্রে ভোটের হার ৪৫ দশমিক ১ ছিল বলেও জানান ইউএনও সুকান্ত সাহা।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী সাদাত মান্নান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের একটি ব্যাংকে কর্মরত তিনি। স্ত্রী, সন্তান নিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন।

সাদাত মান্নান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন- এমন আলোচনা এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগেও এলাকায় ছিল না।

আওয়ামী লীগ এই নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর উপজেলা নির্বাচনে প্রার্থী হতে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে গণসংযোগ শুরু করেন।

তফসিল ঘোষণার আগে তার বাবা এম এ মান্নানও তার সঙ্গে বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নেন।

এরপর থেকে আলোচনায় আসে সাদাত মান্নানের নাম। মন্ত্রী-এমপির স্বজনদের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে নাও থাকতে পারেন- এমন আলোচনাও ছিল মাঠ পর্যায়ে।

সেসময় সাদাত মান্নানের যুক্তরাজ্যে ফিরে যাওয়ায় আলোচনা আরও জোরালো হয়। তবে তফসিল ঘোষণার পর তিনি ফের দেশে এসে গণসংযোগ শুরু করেন। জমা দেন মনোনয়নপত্র।

এবার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে মেরুকরণ দেখা যায়।

আরেক চেয়ারম্যান প্রার্থী আবুল কালামকে সমর্থন দিয়ে প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের গত জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন।

এতে উপজেলা নির্বাচন অনেকটা সাদাত মান্নান ও আজিজুস সামাদ আজাদের প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত