Beta
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

বাংলাদেশকে ভোগানো কামিন্দুই আইসিসির মাসসেরা

মমম
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

টেস্টে ফিরেছিলেন দুই বছর পর। সেই ফেরাটা স্মরণীয় করেছিলেন বাংলাদেশের বিপক্ষে দারুণ সব কীর্তি গড়ে। এরই স্বীকৃতি পেলেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কার এই ক্রিকেটার হয়েছেন আইসসির মার্চ মাসের সেরা।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর মনোনিত হয়েছিলেন কামিন্দুর সঙ্গে। তবে বাংলাদেশকে ভুগিয়ে সেরা হলেন শ্রীলঙ্কার এই ২৫ বছর বয়সী ব্যাটার। ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই হয়েছেন মেয়েদের ক্রিকেটে মাসসেরা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২৫ বছর বয়সী এই ব্যাটার পাঁচ ম্যাচে ৫৫.৭৫ গড়ে করেছিলেন ২২৩ রান। নিউজিল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ইংল্যান্ড।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য সফল ছিলেন না। তার তিনটি ইনিংস ১৯, ৩৭ ও ১২। তবে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কামিন্দু।

প্রথম ইনিংসে দলের ৫৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর করেছিলেন ১০২। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ১২৬ রানে ৬ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ায় কামিন্দুর ১৬৪ রানের ইনিংসে।

প্রথম ব্যাটার হিসেবে সাত বা এর পরে ব্যাটিংয়ে নেমে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েন কামিন্দু। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানে অপরাজিত ছিলেন তিনি। পুরস্কার পেলেন এমন পারফর্ম্যান্সেরই।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত