Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ঢাকা মেডিকেলে আহতদের পাশে প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যান প্রধানমন্ত্রী, খোঁজখবর নেন তাদের চিকিৎসারও।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যান প্রধানমন্ত্রী, খোঁজখবর নেন তাদের চিকিৎসারও।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে তিনি বিএনপি-জামায়াতের হামলা ও নৃশংসতায় আহত হয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন। এসময় প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে সহিংসতার সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর অবস্থা দেখতে মিরপুর ১০-এ মেট্রোরেল স্টেশন এবং শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত