বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয় মেয়াদে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন লোকসভার পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই বিজেপির সদরদপ্তর থেকে বিজয় ভাষণ দেন মোদী। সেখানেই তিনি সরকার গঠনের কথা বলেন।
এসময় মোদী নির্বাচনে কঠোর পরিশ্রম করার জন্য পার্টির নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সফলভাবে ভোটগ্রহণের জন্যও নির্বাচন কমিশনের প্রশংসা করেন।
মোদী তার ভাষণে বলেন, “আমাদের সবার উচিত একত্রে দেশের জন্য ও জাতীয় স্বার্থকে সামনে রেখে কাজ করা। আমরা সব রাজ্য সরকারের সঙ্গে কাজ করবো। ছয় দশক পর এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) তৃতীয়বারের মতো দেশের সেবা করার সুযোগ পেয়েছে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিশেষ করে বিহারের নীতিশ কুমার ও অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইড়ুকে ধন্যবাদ জানান। কুমার ও নাইড়ু দুজনেই একটা সময় বিরোধীদের সঙ্গে জোটে ছিলেন।
মোদী আরও বলেন, “যে চার রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানকার জনগণকে আমি নিশ্চয়তা দিতে চাই, আপনাদের রাজ্যেও উন্নয়ন হবে। নীতিশ বাবু ও এনডিএ বিহারের জন্য ভালো কিছুই করবে।”
বিরোধী ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইসক্লুসিভ অ্যালায়েন্স) জোটের সমালোচনাও করেন মোদী।
তিনি বলেন, “আমাদের বিরোধীরা একজোট হয়েও বিজেপির চেয়ে বেশি আসন পায়নি। আমি দেশবাসীকে বলতে চাই, আপনারা দশ ঘণ্টা কাজ করলে, মোদী করবে ১৮ ঘণ্টা। দেশে আজ থেকে নতুন অধ্যায়ের সূচনা হবে।”
এসময় তিনি ‘মোদী কী গ্যারান্টি’ স্লোগান তুলে ধরেন আগামী পাঁচ বছরের জন্য। দেশকে সব ধরনের দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার জানিয়ে তিনি এই গ্যারান্টি দেন।
এবারের লোকসভা নির্বাচনে ২০১৪ ও ২০১৯ সালের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি। ফলে এবার দলটিকে সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে।
তথ্যসূত্র : দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস।