Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

এমপি আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শেখ হাসিনা। ফাইল ছবি
শেখ হাসিনা। ফাইল ছবি
[publishpress_authors_box]

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আজীমের (আনার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এমপি আনারের মরদেহ বুধবার কলকাতার অভিজাত এলাকা নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করে বলে জানায় ভারতীয় গণমাধ্যম টিভি নাইন।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার একটি বাসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ পুলিশ তিনজনকে আটক করেছে এং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

৫৬ বছর বয়সী আনোয়ারুল আজীম ঝিনাইদহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত