Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নিহত সবার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন। ছবি : পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

কোটা সংস্কার আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে জীবিকা নির্বাহের জন্য যে সহযোগিতা দরকার তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। এসময় তিনি ঘোষণা দিয়ে বলেন, যারা হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন এলাকায় সহিংসতায় প্রাণ গেছে ছয়জনের।

এসব হত্যাকাণ্ডের নিন্দা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন-জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব।”

তিনি বলেন, “আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে- এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, “আমি আরও ঘোষণা করছি- হত্যাকাণ্ডসহ যেসকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায়বিচারের স্বার্থে সেসকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে।

“কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, তারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল- তা তদন্ত করে বের করা হবে।”

আন্দোলনরত কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন জানিয়ে অভিভাবকদের সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এই সন্ত্রাসীরা যে কোনও সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা-মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন।

“একইসাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেভাবে নজর রাখেন।”

যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনও সম্পর্ক নেই। বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।”

তিনি বলেন, “এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত