Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন প্রধানমন্ত্রী

SS-PM_official-16-02-24
[publishpress_authors_box]

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বাসস জানিয়েছে, ওবায়দুল কাদের বলেছেন, “প্রধানমন্ত্রী সারারাত জেগে ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি মনিটরিং করেছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। দলের নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন।”

রেমালের আঘাতে কয়েকজনের মৃত্যুর কথা জানা গেছে। উপকূলে হওয়া জলোচ্ছ্বাসে অনেক ঘর-বাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, “জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারিভাবে শুকনা খাবার, পানির ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত