সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতায় আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ নির্দেশ দেন তিনি।
হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান সকাল সন্ধ্যাকে জানান, আধঘণ্টার বেশি সময় রোগীদের পাশে ছিলেন প্রধানমন্ত্রী। তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেন।
পরিচালক বলেন, “সহিংসতায় আহত কোনও রোগীর চিকিৎসায় যেন কোনও ঘাটতি না থাকে, সবাই যেন যথাযথ চিকিৎসা পায় তা নিশ্চিতের নির্দেশ দেন আমাদের।”
‘খেলতে গেছিলাম, গুলি করল ক্যান?’
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রোগীদের আঘাতের তীব্রতা দেখে এবং হামলার নৃশংসতার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের দেখতে গত কয়েকদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।