সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সৃষ্ট সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ নিহত ৩৩ জনের পরিবার। এসময় পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র ও আর্থিক সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী।
আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমসহ অন্য পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা, তাদের স্বান্তনা দেন।
নিহতদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কাঁদেন প্রধানমন্ত্রীও।
শেখ হাসিনা বলেন, “আমাকে দেখুন, আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি।”
সবসময় পরিবারগুলোর পাশে আছেন জানিয়ে বলেন, স্বজন হারানোর বেদনা তিনিও বহন করছেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি। এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে।”
এসময় গণভবনে আরও উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।