Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

এক মৌসুমেই শেষ চেলসি-পোচেত্তিনো সম্পর্ক

চেলসি কোচের দায়িত্ব ছেড়েছেন মাউরিসিও পোচেত্তিনো। ছবি: টুইটার
চেলসি কোচের দায়িত্ব ছেড়েছেন মাউরিসিও পোচেত্তিনো। ছবি: টুইটার
[publishpress_authors_box]

গত বছরের ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন মাউরিসিও পোচেত্তিনো। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি করেছিলেন দুই বছরের। সঙ্গে আরও এক বছর বাড়ানোর বিকল্প রাখা হয়েছিল চুক্তিতে। কিন্তু এক মৌসুমেই শেষ হয়ে গেল চেলসি-পোচেত্তিনো সম্পর্ক।

পারস্পরিক সমঝোতায় চেলসি ছাড়লেন পোচেত্তিনো। ইংলিশ ক্লাবটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। চেলসির বিবৃতিতে বলা হয়েছে, “দুই পক্ষের আলোচনা ও পারস্পরিক সমঝোতায় এই সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে যে, মাউরিসিও পোচেত্তিনো আর চেলসির দায়িত্ব পালন করবেন না।”

শেষ হতে যাওয়া মৌসুমের মাঝপথ থেকেই কঠিন চাপে ছিলেন পোচেত্তিনো। অর্থের ঝনঝনানিতে শক্তিশালী স্কোয়াড গড়লেও মাঠে সেটির সুফল পাচ্ছিল না। যদিও মৌসুমের শেষ দিকে এসে ছন্দ ফিরে পেয়েছিল ব্লুরা। টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগে ষষ্ঠ হয়েছে দলটি। এছাড়া লিগ কাপের ফাইনালে হেরেছে লিভারপুলের কাছে। অন্যদিকে এফএ কাপের সেমিফাইনালে হেরেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

চেলসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর পোচেত্তিনো বলেছেন, “আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য চেলসির মালিকানা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ডিরেক্টরকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের বছরগুলোতে প্রিমিয়ার লিগ ও ইউরোপে ভালো করার মতো অবস্থানে রয়েছে দলটি।”

পোচেত্তিনো ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় নতুন মৌসুমে নতুন কোচের অধীনে খেলবে চেলসি। স্টামফোর্ড ব্রিজের দায়িত্ব কে নিচ্ছেন, সেই আলোচনাও শুরু হয়ে গিয়েছে ব্রিটিশ মিডিয়ায়।

বিবিসি জানিয়েছে, পোচেত্তিনোর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে ইপসউইচ কোচ কিয়েরন ম্যাককেনা। এছাড়া বার্নলি কোচ ভিনসেন্ট কোম্পানি ও স্পোর্তিং লিবসনের রুবেন আমোরিমের নামও শোনা যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত