Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত

গুলির ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে। ছবি : সংগৃহীত
গুলির ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে। ছবি : সংগৃহীত
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ঢাকার গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের ছোড়া গুলিতে প্রাণ গেছে তারই সহকর্মী আরেক পুলিশ কনস্টেবলের। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও।

শনিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

এ ঘটনার পর সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ওসি মাজহারুল ইসলাম জানান, ফিলিস্তিন দূতাবাসের সামনে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, “সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে।”

এ ঘটনার পর এলোপাতাড়ি গুলি চালানো কনস্টেবল কাউসার আহমেদকে নিরস্ত্র করে গুলশান থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত