Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

‘ছাদ থেকে পড়ে’ পুলিশ কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু

প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার তরিকুল ইসলামের গৃহকর্মীর ছাদ থেকে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, বয়স ৪০ বছর।

পুলিশ জানিয়েছে, সহকারী কমিশনার তরিকুল ঢাকার মালিবাগে ১০ তলা এক ভবনে থাকেন। সোমবার বেলা ১১টার দিকে ভবনটির ছাদ থেকে পড়ে যান তাদের গৃহকর্মী আনোয়ারা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, তরিকুল ইসলামের বাসায় ১৫-১৬ মাস আগে গৃহকর্মীর কাজ শুরু করেন আনোয়ারা।

তিনি বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১০ তলা ভবনের ছাদে হাঁটাহাঁটি করছিলেন আনোয়ারা। কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। আমরা ধারণা করছি, অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।”

ওসি সুজিত বলেন, “সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলাম ঢাকার বাইরে অপারেশনে আছেন। আমরা তাকে বিষয়টি জানিয়েছি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত