Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

পুলিশের রেডিও ডিভাইস কেনায় অনিয়মের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

Court
[publishpress_authors_box]

বাংলাদেশ পুলিশের রেডিও ডিভাইস কেনার প্রক্রিয়ায় দরপত্রের অনিয়মের অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত ৩ মার্চ হাইকোর্ট এই আদেশ দেয়। আদেশের অনুলিপি পাওয়ার পর রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান আইনজীবী।

আদালতে রিটকারী প্রতিষ্ঠান হাইটেরা কমিউনিকেশন্স করপোরেশন লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শ ম রেজাউল করিম, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মিন্টু কুমার মন্ডল সকাল সন্ধ্যাকে বলেন, “গত বছর ২ আগস্ট পুলিশ টেলিকম সংস্থা বাংলাদেশ পুলিশের রেডিও ডিভাইস ও যন্ত্রাংশ ক্রয়ের জন্য দুটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে ৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো- সিঙ্গাপুরের টেকনিক্স কমিউকেন্স অ্যান্ড ইলেট্রনিক্স পিটিআই লিমিটেড, চীনের হাইটেরা কমিউনিকেশন্স করপোরেশন লিমিটেড এবং চীনের কালটা টেকনোলজিস কোম্পানি লিমিটেড।

“এর মধ্যে দুটি প্রতিষ্ঠান শর্তপূরণ করতে না পারায় শুধু হাইটেরা কমিউনিকেশন্স টিকে থাকে। এরপর পরবর্তী প্রক্রিয়া শেষ করতে ২০ থেকে ২৫ দিন সময় লাগার কথা থাকলেও ৭০ থেকে ৭৫ দিনেও দরপত্র নিষ্পত্তি করা হয়নি।”

আইনজীবী আরও জানান, পরে আমার ক্লায়েন্টরা খোঁজ নিয়ে জানতে পারেন শর্তপূরণ করতে না পারা একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে রিটেন্ডারের প্রক্রিয়া চলছে। এরপর এই টেন্ডার প্রক্রিয়ায় নানা অনিয়ম তুলে ধরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে গত ৩১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করে হাইটেরা কমিউনিকেশন্স। দীর্ঘদিনেও আবেদনটি নিষ্পত্তি না করে বরং তারা পুনঃটেন্ডার আহ্নবা করেন। পরে তাদের সেই পুনঃটেন্ডারটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত