‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ ওপর হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল বিক্ষোভকারী বৃহস্পতিবার সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি : হারুন-অর-রশীদ
বিক্ষোভকারীরা বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে একত্রিত হয়। পরে সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। ছবি : হারুন-অর-রশীদপুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল। ছবি : হারুন-অর-রশীদঢাকার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। ছবি : হারুন-অর-রশীদবিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ছোঁড়ে। দুইটি সাউন্ড গ্রেনেডও ছোঁড়ে। চলে লাঠিপেটা। ছবি : হারুন-অর-রশীদধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা হয়। ছবি : হারুন-অর-রশীদএসময় এক সংবাদিকসহ আহত হন সাত জন। আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : হারুন-অর-রশীদ