Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পাসপোর্ট ভেরিফিকেশনে অর্থ লেনদেন না করতে পুলিশের অনুরোধ

ss-passport-22-02-24
[publishpress_authors_box]

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কাজে কোনও ধরনের অর্থ লেনদেন না করতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছ থেকে টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাস পেয়ে চক্রটিকে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন। এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

তাই পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কাজে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়ও পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ‘Hello SB’ নামের মোবাইল অ্যাপের মাধ্যমে তা জানাতে বলা হয়েছে। প্রয়োজনে ০১৩২০০০৫৯২১, ০১৩২০০০৫৯২২, ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮ নম্বরে টেলিফোন করেও অভিযোগ দেওয়া যাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত