Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

থানাগুলোকে দ্রুত অভিযোগ নেওয়ার নির্দেশ

ঢাকার হাতিরঝিল থানায় পুলিশের পোশাকে ডিউটিতে দেখা যায় সদস্যদের, সেবা নিতেও এসেছেন কেউ কেউ।
[publishpress_authors_box]

দেশের থানাগুলোকে দ্রুত মামলা, সাধারণ ডায়রি বা জিডি ও এফআইআর নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে মামলার তদন্তে দেরি না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার এক পরিপত্রে এই নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা পরিপত্রে বলা হয়েছে, “প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনও কোনও ক্ষেত্রে কোনও কোনও থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন বা বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।”

বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে পদত্যাগ রে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়তেই দেশে শুরু হয় নানা ধরনের অরাজকতা। জনরোষের মধ্যে পড়ে থানাগুলো। বিভিন্ন স্থানে ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয় থানা, হত্যা করা হয় পুলিশ সদস্যদের। প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে চলে যান পুলিশ সদস্যরা।

এ অবস্থায় দেশ হয়ে পড়ে পুলিশশূন্য। এমনকি ট্রাফিক ব্যবস্থাপনার কাজেও ছিলেন না তারা।

অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশ প্রশাসনে আসে নানা রদবদল, দায়িত্ব নেন নতুন আইজিপি। ধীরে ধীরে বাহিনীর সদস্যদের সংগঠিত করার কাজ শুরু হয়, থানা ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। থানাগুলোও কাজে ফিরতে শুরু করে।

এরই মধ্যে বিভিন্ন থানায় মামালা বা জিডি নেওয়ার বিষয়ে অভিযোগ আসতে থাকে। যার পরিপ্রেক্ষিতে নতুন পরিপত্র জারি করল মন্ত্রণালয়।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত