জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ।
রবিবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলন কঠোরভাবে দমনের সিদ্ধান্ত নিয়ে গত জুলাইয়ে পুলিশসহ বাহিনীগুলোকে নামিয়েছিল আওয়ামী লীগ সরকার। পুলিশ তখন আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এই আন্দোলনে হাজারের মতো মানুষ প্রাণ হারায়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নেয়।
সেই সংস্কারের লক্ষ্যে এ পর্যন্ত ১৫টি কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ সংস্কার কমিশনও।
গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় এই কমিশন। সেখানে পুলিশের আগের ভাবমূর্তি থেকে বের করে নতুন করে সাজাতে সুপারিশ রয়েছে। এর অংশ হিসাবে বাহিনীটির পোশাকের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাগুলোর তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে।
সেখানে বলা হয়েছে, একটি মোবাইল ফোন নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইলগুলোর আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।
আগামী ১১-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।