চট্টগ্রামের থানাগুলোয় এখন থেকে আর ওপেন হাউস ডে হবে না বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের নতুন দায়িত্বে নেওয়া কমিশনার সাইফুল ইসলাম। তার বদলে পুলিশ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কথা শুনবে বলে জানান তিনি।
বানিজ্যিক রাজধানীর পুলিশ কমিশনার হিসেবে যোগ দিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেছেন তিনি।
সিএমপি কমিশনার বলেন, “এখন থেকে চট্টগ্রাম শহরের কোনও থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে না। নগরীর প্রতিটি থানায় চারটি করে ওয়ার্ড আছে। এলাকার লোকজন থানায় এসে কেন কথা বলবে? পুলিশই তাদের কাছে যাবে। জনগণই তাদের কথা পুলিশের কাছে বলবে।”
এক প্রশ্নের জবাবে থানার ওসিদের সতর্ক করে তিনি বলেন, “কোনো থানার ওসি ‘অপকর্ম’ করলে সে দায় আমি নেব না। দুষ্টু গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এটা আমি নিশ্চিত করতে চাই। আমার মেসেজটা অলরেডি থানার ওসিদের কাছে পৌঁছে গেছে। তাদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে—কী কী করা যাবে না। কোনটা করতে হবে সেটা এখনো বলিনি।”
ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা না নেয়ার অভিযোগও উঠে আসে সাংবাদিকদের প্রশ্নে।
জবাবে কমিশনার বলেন, “ছিনতাই ঘটলে অবশ্যই মামলা নিতে হবে। আমি চাই মামলা বাড়ুক, মামলা ৫০০ হলেও আমার কোনও সমস্যা নেই। মামলা হলে রেকর্ড থাকে। তাহলে কাজের বাধ্যবাধকতা তৈরি হয়।”
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯৫ সালে স্নাতকোত্তর করে ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোদ দেন সাইফুল ইসলাম।
এর আগে তিনি এমআরটি পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীসহ অন্যরা।