Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে হোটেলে মিলল পোলিশ নাগরিকের মরদেহ

চট্টগ্রামে চার তারকা হোটেল পেনিনসুলা।
চট্টগ্রামে চার তারকা হোটেল পেনিনসুলা।
[publishpress_authors_box]

চট্টগ্রামে চার তারকা হোটেল পেনিনসুলার একটি কক্ষ থেকে পোল্যান্ডের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

হোটেলের নথিতে ওই ব্যক্তির নাম জি’সুয়াভ মিহাল চেরেভা, তার বয়স ৫৮ উল্লেখ রয়েছে। তিনি ঢাকার বিগ স্টার নামের একটি বায়িং হাউসে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করতেন।

গত ২৪ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রাম ইপিজেডের কেনপার্ক নামের একটি গার্মেন্টস পরিদর্শনের জন্য আসেন। সেদিন থেকেই জিইসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলার ৯১৫ নম্বর কক্ষে ওঠেন চেরেভা। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে শেষে হোটেলটিতে উপস্থিত সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তি বায়িং হাউসের হয়ে চট্টগ্রামে একটি গার্মেন্টস পরিদর্শনের জন্য এসেছিলেন। গত রবিবার রাত থেকে সকাল পর্যন্ত ওনার কক্ষের দরজা বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে কর্তৃপক্ষ রুমের বিকল্প চাবি দিয়ে দরজা খোলার পর দরজার পাশে পোল্যান্ডের ওই নাগরিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

মোস্তাফিজুর রহমান বলেন, “তার মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুরো কক্ষটি রক্তাক্ত অবস্থায় ও এলোমেলো ছিল। তাতে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি, এটা একটা হত্যাকাণ্ড হতে পারে।”

“তবে পুরো বিষয়টি বলা যাবে তার ফরেনসিক, মেডিকেল রিপোর্ট ও অন্যান্য তথ্য উপাত্ত যাচাই-বাছাই সাপেক্ষে। এছাড়া ঘটনাটি কীভাবে ঘটেছে- তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ফরেনসিক সংগ্রহ নানা আলামত উদ্ধারে সিআইডি ও পিবিআই কাজ করছে।”

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সাল থেকে ওই নাগরিক চট্টগ্রামে বহুবার এসেছেন। সর্বশেষ গত ডিসেম্বরেও তিনি এখানে এসেছিলেন। এ সময় একই হোটেলটিতে ছিলেন। পরে ক্রিসমাসে ছুটিতে তিনি পোল্যান্ডে ফিরে যান। গত ২৪ ফেব্রুয়ারি তিনি আবার ফ্লাই দুবাই করে চট্টগ্রামে আসার পর বিমানবন্দর থেকে সরাসরি এই হোটেলে আসেন।

পোলিশ নাগরিকের মরদেহ উদ্ধারের বিষয়ে হোটেল পেনিনসুলা কর্তৃপক্ষের কোনও কথা বলতে রাজি হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত