Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন যারা

সেনাসদস্যদের সঙ্গে শাহবাগে জনতা।
সেনাসদস্যদের সঙ্গে শাহবাগে জনতা।
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

দেশের সংকটকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা নিয়ে আসার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান।

সোমবার সেনানিবাসে এই বৈঠকে পদত্যাগী প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগের কেউ না থাকলেও বিএনপিসহ বেশ কয়েকটি দলের নেতারা ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পাার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন।

কদিন আগেই আওয়ামী লীগ সরকার যে দলটি নিষিদ্ধ করেছিল, সেই জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, দলটির সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এই বৈঠক ছিলেন।

হেফাজতে ইসলামীর মামুনুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, খেলাফত মজলিসের সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যোগ দেন এই বৈঠকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলও বৈঠকে ছিলেন।

সেনাপ্রধান বলেন, “দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলাম। তারা এখানে এসেছেন, আমরা সুন্দর আলোচনা করেছি।

“সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব এবং তার মাধ্যমে দেশের সব কার্যকলাপ চলবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও প্রতিনিধি বৈঠকে ছিল কি না- প্রশ্নে জেনারেল ওয়াকার বলেন, “ছাত্রদের কাউকে আমি পাইনি।

“আমি ড. আসিফ নজরুলকে বলেছি, যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন, উনিও একটা সুন্দর ভিডিও মেসেজ দিয়েছেন ছাত্রদের জন্য, আমি আশা করবো, এটা তাদের কাজে দেবে।”

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান অতি শিগগিরই ছাত্র ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত