Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আরও ২ মেডিকেল কলেজে রাজনীতি নিষিদ্ধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ
চট্টগ্রাম মেডিকেল কলেজ
[publishpress_authors_box]

ঢাকা মেডিকেল কলেজের পর এবার দেশের আরও দুটি মেডিকেল কলেজে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা আসে।

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ঘোষণা আসতে থাকে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে রাজনীতি নিষিদ্ধের কথা জানানো হয়।

সেখানে বলা হয়, “১০ আগস্ট ২০২৪ তারিখ অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।”

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

একই দিন একাডেমিক কাউন্সিলের জরুরি সভা করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

সভা শেষে কলেজে রাজনীতি বন্ধের নোটিশ দিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো.  শাহাদাৎ হোসেন।

তাই সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কলেজ ক্যাম্পাস ও হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সব ধরনের রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র শিবির ও অন্যান্য যে কোনও রাজনৈতিক দল) এবং রাজনৈতিক-অরাজনৈতিক লবিং সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ ঘোঘণা করা হলো।”

সেইসঙ্গে বৈধ শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

নোটিশে চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তাদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে আন্দোলনে আহত এই কলেজের সবার চিকিৎসাও নিশ্চিত করার কথা বলা হয়। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত