Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

কুকুর, ঘোড়া এমনকি সাপও ছিল ভোটকেন্দ্রে

পোলিং স্টেশন
[publishpress_authors_box]

যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। টানা ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে দলটি পার্লামেন্টে নিজেদের জায়গা করে নিল।

বৃহস্পতিবার দেশটির হাউস অব কমন্সের ৬৫০ আসনে ভোট দিতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ১৮৮৫ সালের পর এবারই দেশটিতে জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল।

তবে এবারের নির্বাচনে ভোটার কমলেও, ভোটারদের সঙ্গে ভোটকেন্দ্রে আসা প্রাণীদের সংখ্যা কমেনি।

উল্টো বিবিসি বলছে, নির্বাচনের দৃশ্যে এখন অপরিহার্য হয়ে উঠেছে কুকুর, বিড়াল বা পাখির মতো প্রাণীরা। ভোটাররা ভোটকেন্দ্রে তাদের পোষা প্রাণীও নিয়ে আসছেন।

অনেকের কাছে ভোটকেন্দ্রে যাওয়ার সময় পোষা প্রাণীকে নিয়ে যাওয়ার অর্থ তাদের একটু হাঁটাচলা করানো।

পশুপ্রেমীদের অনেকেই ভোটকেন্দ্রে পোষা প্রাণীদের নিয়ে যেতে সোশাল মিডিয়ায় আহ্বান জানিয়েছিলেন। এজন্য তারা সোশাল মিডিয়া এক্স ও ইন্সটাগ্রামে #ডগসঅ্যাটপোলিংস্টেশনস হ্যাশট্যাগ দিয়ে ক্যাম্পেইনও করেন।

যুক্তরাজ্যে সাধারণত ভোটকেন্দ্রে কোনও প্রাণীকে নিয়ে প্রবেশ করা যায় না। তবে স্থানীয় প্রশাসন অনুমতি দিলে নিয়ে যাওয়া যায়।

এবারের ভোটে ভোটকেন্দ্রের বাইরে শুধু কুকুরই দেখা যায়নি। ছিল সাপ, কচ্ছপ, ঘোড়া ও পাখিরাও। এ নিয়ে বিবিসি কিছু ছবি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে।

বার্কশায়ারের ওকিংহ্যামের ভোটকেন্দ্রের বাইরে দাড়ানো একটি ইংলিংশ শিপডগ।
লন্ডনের ফিনসবুরি পার্কের ভোটকেন্দ্রের ঠিক বাইরেই নিজের সহজাত ভঙ্গিতে বসা একটি কুকুর।
ডরসেটের একটি ভোটকেন্দ্রের বাইরে লাগানো ব্যানার জড়িয়ে আছে একটি পোষা সাপ।
চেশায়ারের একটি ভোটকেন্দ্রে মালিকের সঙ্গে আসা একটি ঘোড়া।
ছিল হলুদ রংয়ের তোতা পাখিও।
স্ট্যাফোর্ডের একটি ভোটকেন্দ্রে আসা কচ্ছপটি ছিল অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত