দেশ ছেড়ে যাওয়ার সময় সদ্য সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয় বলে জানান বিমানবন্দরে দায়িত্বরত বিমানবাহিনীর একজন কর্মকর্তা। পরে তাকে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।
বিমানবন্দরের ওই কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেন, “পলক সাহেব দিল্লী যাওয়ার চেষ্টা করেছিলেন। মাস্ক পরে থাকলেও বেবিচকের কর্মচারীরা তাকে চিনে ফেলে। পরে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।”
তিনি আরও জানান, এ সময় পলকের সঙ্গে তার ব্যক্তিগত দুইজন কর্মকর্তা ছিলেন, যারা নেপালে যাচ্ছিলেন। তাদেরও আটকে দেওয়া হয়।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।
শেখ হাসিনার শাসনের অবসান আঁচ করে এর আগেই দেশ ছাড়েন আওয়ামী লীগের অনেক নেতা। আর কেউ কেউ চলে যান আত্মগোপনে। তারপরে দেশ ছেড়ে যেতে চাইলে বিমানবন্দরে আটকা পড়েন পলক।
২০০৮ সালে নাটোর-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জুনাইদ আহমেদ পলক। এরপর টানা তিনবার তিনি নির্বাচিত হন। ২০১৪ সালে তাকে দেওয়া হয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তাকে ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বও দেওয়া হয়।