Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

পলিথিন বন্ধে অভিযান ১ নভেম্বর থেকে, তদারকি কমিটি গঠন

পলিথিনের ব্যাগ।
পলিথিনের ব্যাগ। প্রতীকী ছবি
[publishpress_authors_box]

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে। এই অভিযান মনিটরিং বা তদারকি করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার সরকারের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে নেওয়া কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ)। কমিটির সদস্য করা হয়েছে যুগ্মসচিব (পরিবেশ-১ অধিশাখা), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)।

তথ্যবিবরণীতে জানানো হয়, কমিটি ১ নভেম্বর থেকে দেশব্যাপী পরিচালিত পলিথিন বন্ধে অভিযানের মনিটরিং করবে। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও প্রয়োজনে মাঠ কার্যক্রম পরিদর্শন করবে।

এছাড়া পরিবেশ অধিদপ্তরও একটি আলাদা কমিটি গঠন করবে জানিয়ে তথ্যবিবরণীতে বলা হয়, অধিদপ্তরের কমিটি প্রতিদিন বিকাল ৫টার পর পরিচালিত অভিযানের তথ্য মন্ত্রণালয়ের কমিটিকে পাঠাবে।

এর আগে গত ১ অক্টোবর থেকে দেশের সুপারশপগুলোয় পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত