সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি ।
রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে হাজিরা দেন তিনি। মামলার অন্য আসামিরা হলেন তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।
২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে বোট ক্লাবে ২০২১ সালের ৮ জুন পরীমনির হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলার পর তা নিয়ে শোরগোল পড়ে যায়।
পাঁচ দিন পর ১৩ জুন পরীমনি এক ফেইসবুক পোস্টে লেখেন, “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”
ওই ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই দিনই গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান পরীমনি। পরদিন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন এই চিত্রনায়িকা।
মামলা দায়েরের পরই রাজধানীর উত্তরার এক বাসা থেকে ব্যবসায়ী নাসির ও অমিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। ওই ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই ওই বছরের ৪ অগাস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে ‘বিদেশি মদসহ’ গ্রেপ্তার করে র্যাব। পরে জামিনে ছাড়া পান তিনি।