Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

যে গানে ফের এক হলেন ইমরান-পড়শী

Porshi Imran
[publishpress_authors_box]

অল্প গান করলেও রোমান্টিক ডুয়েট গানে ইমরান-পড়শী যেন শ্রোতাদের চাহিদার শীর্ষে। তাই মান বজায় রাখার ব্যাপারে দু’জনই খুব সচেতন। প্রতিবছর একটা করে ডুয়েট গান তৈরির পরিকল্পনা তাদের। সে পরিকল্পনার অংশ হিসেবেই আগামী ১০ ডিসেম্বর রিলিজ হতে যাচ্ছে এ তারকা জুটির ডুয়েট গান ‘কথা একটাই’।

রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। পুরো গান প্রকাশের আগে অংশ বিশেষ নিয়ে প্রোমোশনাল ভিডিও তৈরি করেছেন তারা দু’জন। যাতে খুনসুটি আর আড্ডায় মেতে উঠতে দেখা যায় ইমরান-পড়শীকে।

ইমরানের সঙ্গে পড়শীর পরিচয় ক্ষুদে গানরাজ অনুষ্ঠানে অংশ নিয়ে। তারপর থেকেই দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে।

পড়শী বলেন, “আমাদের সর্বোচ্চ দশটি গান এক সঙ্গে করা হয়েছে। কিন্তু শ্রোতারা এতো ভালোবেসেছেন আমাদের … সবসময় জিজ্ঞেস করেন ইমরান-পড়শীর গান কবে আসবে।”

ইমরান বলেন, “পড়শীর একটা বড় গুণ ও যে কেো গান ওর কণ্ঠে দারুণ এডাপ্ট করে নিতে পারে।”

গানের মিউজিক ভিডিওতে ইমরান-পড়শী দুজনকেই দেখা যাবে।

ইমরান এ প্রসঙ্গে বলেন, “পড়শীর সঙ্গে যে কয়েকটা কাজে মিউজিক ভিডিও করা হয়েছে, সবগুলোই হিট হয়েছে। ও আর আমি অনস্ক্রিন খুব দারুণ।”

পড়শী বলেন, “এই মিউজিক ভিডিওতে শেষের দিকে একটা টুইস্ট আছে। তা চমক হিসেবে রইল।”

রবিউল ইসলাম জীবনের কথায় এ জুটি আগে গেয়েছিলেন ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’, ‘বলে দাও’ এবং ‘আবদার’ শিরোনামের গানগুলো। এর মধ্যে ‘জনম জনম’ গানটির মধ্য দিয়ে ইমরানের সংগীত পরিচালনায় প্রথম গান গাওয়ার অভিজ্ঞতা হয় পড়শীর।

ইমরান বলেন, “পড়শীর কন্ঠে সৌদিতে রিসেন্ট কনসার্টে গানটি শুনে শ্রোতাদের রিঅ্যাকশন দেখে বুঝেছি শ্রোতারা আমাদের যুগলের গানটি কতো পছন্দ করেছেন। তাদের জন্য উপহার হিসেবে রইল ‘কথা একটাই’।“

এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ১০ ডিসেম্বর এটি প্রকাশিত হবে পড়শীর ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত