Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

উপদেষ্টাদের দপ্তর বদল, কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কে

cabinet-division
[publishpress_authors_box]

উপদেষ্টা পরিষদে নতুন তিনজন সদস্য যুক্ত হওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাত উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

রবিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বাসস জানায়, পরে নতুন উপদেষ্টাদের মধ্য থেকে দু’জনসহ মোট সাতজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় রাতে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, উপদেষ্টা পরিষদের নতুন সদস্য সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন বাণিজ্য মন্ত্রণালয় সামলেছেন ড. সালেহউদ্দিন আহমেদ, আর পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সেখ বশির উদ্দিনের সঙ্গে রবিবার উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে রবিবার সন্ধ্যায় শপথ নিলেও তাকে কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

অধ্যাপক ইউনূস এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

উপদেষ্টা হিসাবে রবিবার শপথ নেন মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশির উদ্দিন।
উপদেষ্টা হিসাবে রবিবার শপথ নেন মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশির উদ্দিন।

প্রধান উপদেষ্টা ইউনূস খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আলী ইমাম মজুমদারকে দিয়েছেন, যিনি এতদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এ ছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব হাসান আরিফের কাছে ছেড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা। হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, যা আগে হাসান আরিফের তত্ত্বাবধানে ছিল। এর পাশাপাশি তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আগের দায়িত্বেও থাকবেন।

বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে।

সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় ড. সালেহউদ্দিন আহমেদ এখন শুধু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

এতদিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক আসিফ নজরুল এখন থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আসিফ নজরুল এতদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। দপ্তর পুনর্বণ্টনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত