আগের ম্যাচেই জোড়া গোল করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালেরও নিশ্চিত হয়েছিল নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল। সোমবার গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাই দলেই রাখা হয়নি রোনালদো, ব্রুনো ফের্নান্দেস, পেদ্রো নেতো, দিয়োগো কস্তা, বের্নার্দো সিলভাদের।
সেরা খেলোয়াড়দের ছাড়া খেলা পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। ৩৩ মিনিটে জোয়াও ফেলিক্স এগিয়ে দেন পর্তুগালকে। ভিতিনিয়ার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন তিনি।
৬৫ মিনিটে দুরূহ কোণ থেকে নেওয়া শটে জসকো গাভারদিওলের গোলে ১-১ সমতায় মাঠ ছাড়ে ক্রোয়াটরা। ইনজুরি টাইমে বুদিমিরের হেড পোস্টে বাধা না পেলে জিততেও পারতেন লুকা মদরিচরা।
ফল
ক্রোয়েশিয়া ১ : ১ পর্তুগাল
পোল্যান্ড ১ : ২ স্কটল্যান্ড
সার্বিয়া ০ : ০ ডেনমার্ক
স্পেন ৩ : ২ সুইজারল্যান্ড
রোমানিয়া ৪ : ১ সাইপ্রাস
লিগ ‘এ’র গ্রুপ ওয়ানে ৬ ম্যাচ শেষে পর্তুগালের পয়েন্ট ১৪, ক্রোয়েশিয়ার ৮, স্কটল্যান্ডের ৭ ও পোল্যান্ডের ৪। শেষ ম্যাচে লেভানদোস্কির পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েও শেষ আটে ওঠা হয়নি স্কটল্যান্ডের। টানা দুই জয়ের পরও রেলিগেশন প্লে অফ খেলবে তারা।
গ্রুপ ‘এ’-ফোরে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল স্পেন। সোমবার শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ গোলের জয়ে গ্রুপ পর্ব শেষ করল তারা। ৩২ মিনিটে ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন।
৬৩ মিনিটে জোয়েল মন্তেইরো সমতা ফেরানোর ৫ মিনিট পর স্পেনকে এগিয়ে দেন ব্রায়ান গিল।
কোয়ার্টার ফাইনালের ৮ দল
পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক।
৮৫ মিনিটে আন্দি জেকিরি পেনাল্টি থেকে আবারও সমতা ফেরায় পরের স্তরে নেমে যাওয়া সুইজারল্যান্ড। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ব্রায়ান সারাগোসার পেনাল্টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
গ্রুপের অপর ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় ডেনমার্ক। স্পেনের পয়েন্ট ১৬। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ডেনমার্ক।