Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

রোনালদো-ইয়ামালের লড়াইয়ের চেয়েও ‘বড়’ পর্তুগাল-স্পেন ফাইনাল

ronaldo-yamal-5
[publishpress_authors_box]

অস্তাচলে ক্রিস্তিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ার। অন্যদিকে সবে পূর্ব দিগন্তে আলো হয়ে ফুটেছেন লামিন ইয়ামাল। দুজনের বয়সের পার্থক্য ২৩ বছর। দুজন দুই প্রজন্মের। তাদের তুলনা বা লড়াইয়ের আলোচনা চলে না। রোনালদো নিজেও এই লড়াইয়ের ঘোর বিরোধী। তার কাছে, রোনালদো-ইয়ামালের লড়াইয়ের চেয়েও বেশি কিছু পর্তুগাল-স্পেনের ফাইনাল।

উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। বাংলাদেশ সময় রবিবার (৮ জুন) দিবাগত রাত ১টায় শিরোপা অভিযানে নামবে দল দুটি। মিউনিখের আলিয়েঞ্জ অ্যারেনার এই ফাইনাল জিতলে নতুন এক কীর্তি গড়বেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রথম কোচ হিসেবে নিজের প্রথম তিন শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়বেন তিনি।

২০২২ সালের কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর স্পেন তাদের বয়সভিত্তিক দলের কোচ দে লা ফুয়েন্তের হাতে মূল দলের দায়িত্ব তুলে দেন। ৬৩ বছর বয়সী এই কোচ মুহূর্তেই পাল্টে ফেলেন স্পেনের ফুটবল। পাসিং ফুটবলের প্রচলন তুলে ফেলে ডিরেক্ট ফুটবলে সাজান ছক। সেই ছক কষেই ২০২৩ সালে স্পেন জিতে নেয় উয়েফা নেশনস লিগের শিরোপা।

সাফল্যের এই ধারা চলতেই থাকে। ২০২৪ সালে ঘরে তোলে ইউরোর শিরোপা। একযুগ পর স্পেনের ঘরে ফেরে ইউরোপসেরার মুকুট। ওই ২০১২ সালেই নতুন ইতিহাস গড়েছিল স্পেন। প্রথম দেশ হিসেবে মেজর শিরোপায় হ্যাটট্রিক করেছিল তারা। ২০০৮ সালের ইউরো জেতার পর ২০১০ সালে জিতেছিল বিশ্বকাপ, এরপর ২০১২ সালে ইউরো জিতে টানা তিন শিরোপা ঘরে তোলে।

দে লা ফুয়েন্তের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২০২৬ সালে। এর আগে ইউরোপে টানা তিন শিরোপা জেতা হাতাছানি তার সামনে। ২০২৩ সালের নেশনস লিগের পর ২০২৪ সালের ইউরো, আর এবার নেশনস লিগ জয়ের সুযোগ। অর্থাৎ, দে লা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতার ফাইনালে উঠেছে স্প্যানিশরা।

মিউনিখের ফাইনালে স্পেন কোচের বড় বাজি হবেন ইয়ামাল। সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতেও আলো ছড়িয়েছেন। সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর পথে জোড়া গোল করেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড।

প্রতিপক্ষ যখন পর্তুগাল, তখন ইয়ামালের সঙ্গে রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথের একটা ব্যাপার চলেই আসে। যদিও রোনালদোর এতে ঘোর আপত্তি। ইয়ামালের সঙ্গে তার ব্যক্তিগত লড়াইয়ের কোনও সুযোগই নেই বলে মনে করেন পর্তুগিজ অধিনায়ক।

রোনালদোর মতে, স্পেন-পর্তুগালের ফাইনাল ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে বড়, ‘আমরা দুজন (ইয়ামাল ও রোনালদো) আলাদা প্রজন্মের। একজন মঞ্চে কেবর পদার্পণ করছে, আরেকজন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। আপনারা যদি আমাকে অন্য প্রজন্মের হিসেবে বিবেচনা করেন, তাহলে ঠিক আছে।”

সঙ্গে যোগ করেছেন, “সংবাদমাধ্যমগুলো সবসময় তাদের প্রচার বাড়ানোর চেষ্টা করে, যা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এটা (ফাইনাল) এক দলের সঙ্গে আরেক দলের লড়াই। এই লড়াই অনেক বেশি কিছু।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত