বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মানেই বাড়তি উত্তেজনা। শুরুটা হয়েছিল নাজমুল ইসলাম অপুর নাগিন নাচ দিয়ে। আন্তর্জাতিক মিডিয়ায় অ্যাশেজের আদলে এই সিরিজের নামই হয়ে গেছে ‘নাগিন ডার্বি’।
বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘টাইমড আউট’ নিয়ে ব্যাপারটা পায় ভিন্ন মাত্রা। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ জিতে লঙ্কানরা উৎসব করে হাতে ঘড়ি দেখিয়ে টাইমড আউটের ভঙ্গিমায়।
এর জবাব মুশফিকুর রহিম চট্টগ্রামে দেন ওয়ানডে সিরিজ জিতে। সিরিজ জয়ের পর হেলমেট নিয়ে তিনি উপহাস করেন ম্যাথুজদের।
দুই দলের টেস্ট সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে শ্রীলঙ্কা জিতেছে ৩২৮ রানের বড় ব্যবধানে। চট্টগ্রামে শেষ টেস্টে জয় ১৯২ রানে।
এরপর ট্রফি নিয়ে তাদের উদযাপনটা ছিল অভিনব। লঙ্কান খেলোয়াড়রা শিরোপা নিয়েছেন অনুশীলন জার্সি পরে। তাতে ছিল একটা বার্তা। টেস্ট সিরিজটা তাদের কাছে ছিল ‘প্র্যাকটিস ম্যাচ’।
বিখ্যাত আম্পায়ার রিচার্ড কেটেলবরোর নজর এড়ায়নি ব্যাপরটা । তিনবারের আইসিসির বর্ষসেরা এই আম্পায়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দিয়ে লিখেছেন, ‘‘প্র্যাকটিসের পোশাকে ট্রফি নিতে এসে শ্রীলঙ্কা বিশ্বকে একটা বার্তা দিতে চেয়েছে যে, বাংলাদেশের বিপক্ষে ওরা দুটি প্র্যাকটিস ম্যাচ খেলল।’’
এরপর ‘এক্স’-এ রিচার্ড কেটেলবরো আরেকটি পোস্টে লিখেছেন, ‘‘দুঃখিত, ভারত-পাকিস্তানের সমর্থকরা। এখন বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ সবচেয়ে বেশি বিনোদনের।’’