Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

প্রীতি থেকে আলিয়া: গালের টোল কি আসল ?

Dimple
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

টোল পড়া হাসি কার না ভালো লাগে। বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা প্রীতি জিনতার কথা নিশ্চয়ই মনে আছে? তার ভুবন ভোলানো টোল পড়া হাসি কেইবা ভুলেছে?

এমন টোল পড়াদের তালিকায় আছেন শাহরুখ খান থেকে আলিয়া ভাট, যারা তাদের টোল পড়া হাসি দিয়ে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন ভক্তদের।

কিন্তু গালে টোল পড়ার ব্যাপারটি যে পেশিগত ত্রুটি এই কথা শুনলে ভক্তদের কারও কারও চোখ উঠে যেতে পারে কপালে।

তবে যে যাই বলুক, ইন্টারনেট শাসিত আজকের দুনিয়ায় অনেকেই ঝুঁকে পড়ছেন কৃত্রিম টোলের দিকে। হ্যাঁ, কৃত্রিম। তাও আবার টোল!

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাঝেই দেখা যাচ্ছে এমন কৃত্রিম টোলের ব্যবহার। হোক তা ত্রুটি, সুন্দর আর আকর্ষণীয় হয়ে ওঠাই যে শেষ কথা।

ডিম্পল মেকার

এ ব্যাপারে ইন্সটাগ্রামের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিতিকা সাচদেব বলেন, “জেন জি’দের মাঝে ইদানীং গালের কৃত্রিম টোল জনপ্রিয় হয়ে উঠছে। এর জন্য কোন অপারেশনের দরকার হচ্ছেনা এই কৃত্রিম টোল মুখে নিয়ে আসে মিষ্টি মিষ্টি ভাব আর মজা। আর তাছাড়া নিজের চেহারাকে ভিন্ন ভিন্ন লুক দিতে এর জুড়ি নেই।”

কিন্তু টোল পড়ে কেন?

ডারমাটোলজিস্ট ড. নিতি কওর এর মতে, “টিস্যুর গঠন এবং মুখের মাংশপেশির জিনগত ভিন্নতাই মুখে টোল পড়ার কারণ। মানুষ সাধারণত উত্তরাধিকার সূত্রেই এই মুখে টোল পড়ার বৈশিষ্ট্য পেয়ে থাকে।”

তিনি আরও বলেন, মুখের পেশির অনিয়মিত বৃদ্ধির কারণে গালে টোল পড়ে। এই ধরনের পেশিকে বলা হয় জাইগোম্যাটিকস। এই ধরনের পেশী মুখ খোলা এবং বন্ধে ব্যবহৃত হয় এবং মুখের আনন্দ বা ব্যথার অভিব্যক্তি তৈরির জন্য দায়ী এই পেশী।

এই ধরনের পেশীগুলো যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন গালের কোনে টোল সৃষ্টি হয়।   

অস্ত্রোপচারে কি গালে টোল দেওয়া যায়?

বেঙ্গালুরুর এস্থেটিক ফিজিশিয়ান ড. রুবি সাচদেব বলছেন, কসমেটিক সার্জারির মাধ্যমে গালে টোল সৃষ্টি সম্ভব, আর এই প্রক্রিয়াকে বলা হয় ডিম্পলপ্লাস্টি।

প্লাস্টিক এবং এস্থেটিক সার্জন ড. শিল্পী ভাদানীর মতে, জন্মগত টোল পড়ার ব্যাপারটি আসলে পেশীর বৈচিত্রময় উপস্থিতির কারণে ঘটে।

কিন্তু এই নকল টোল কী করে দেয়?

অস্ত্রোপচারের প্রক্রিয়ায়, পেশী, শ্লেষ্মা এবং ত্বকের অভ্যন্তরীণ অংশ এমনভাবে পুনঃবিন্যাস ঘটানো হয় যে তারা একটি টোলের মতো দেখায়।

আর এই ছোট্ট অপারেশনের প্রক্রিয়ায় গালের ভেতরে খুব ছোট একটি গর্তের মত করে দেওয়া হয়। আর তাতে সেলাই করে গালের পেশির খুব গভীরে যুক্ত করে দেওয়া হয়। আর এতেই পাওয়া যায় কাঙ্খিত টোল।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত