প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শুরুর দিনেই বড় চমক। হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। দিনকয়েক আগে ক্লাব কাপ হকির শিরোপা জেতার পথে ৮-৪ গোলে উড়িয়ে দিয়েছিল যাদের, সেই ঊষার কাছে লিগের প্রথম ম্যাচে পাত্তাই পায়নি মেরিনার্স।
বৃহস্পতিবার (৭ মার্চ) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হেরেছে ৫-১ গোলে। দিনের অন্য খেলায় দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী।
অনেক বিতর্ক ও জটিলতায় দুই বছরের বেশি সময় পর মাঠে গড়িয়েছে হকি লিগ। প্রতিযোগিতাটিকে স্বচ্ছ রাখতে বড় ম্যাচ পরিচালনা করতে বিদেশ থেকে উড়িয়ে আনা হয়েছে আম্পায়ার। মেরিনার্স-ঊষা ম্যাচ পরিচালনা করেছেন যেমন মালয়েশিয়া ও শ্রীলঙ্কার আম্পায়ার। নতুন আঙ্গিকে শুরু হওয়া লিগের প্রথম দিনেই বড় চমক হয়ে এসেছে মেরিনার্সের হার।
যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল মেরিনার্স-ই। ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে তারা লিড পায় সোহানুর রহমান সবুজের গোলে। যদিও সমতায় ফিরতে বেশি সময় লাগেনি ঊষার। মিনিট তিনেক পর তারা খেলায় ফেরে মোহাম্মদ শরীকের পেনাল্টি কর্নার গোল থেকে।
ঊষার গোল উৎসব থামেনি, দুই মিনিট পরই তৈয়ব আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় ঊষা।
প্রথম কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে থাকা ঊষা দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর গোল পায়নি। চতুর্থ কোয়ার্টারে এসে, ৪৭ মিনিটে তৃতীয় গোলটি পায় ভারতীয় খেলোয়াড় ইশারাক ইখতিদারের স্টিক থেকে। এই সময়ে মেরিনার্স কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করলেও ঊষা গোলকিপার অসীম গোপের দুর্দান্ত প্রচেষ্টায় সফল হয়নি।
ম্যাচের একেবারে শেষ পর্যায়ে আরও দুটি গোল পায় ঊষা। ৫৭ ও ৫৮ মিনিটে গোল দুটি করেছেন মাহবুব হোসেন। তাতে বড় হারে লিগ শুরু হলো মেরিনার্সের।
এদিকে দিনের শেষ ম্যাচে দিলকুশাকে গোলবন্যায় ভাসিয়েছে আবাহনী। তাদের ১০-১ গোলে জয়ের পথে আশরাফুল ইসলাম হ্যাটট্রিকসহ করেছেন ৫ গোল। স্কোরবোর্ডে দুইবার নাম তুলেছেন পুস্কর খীসা মিমো; আর একটি গোল করে গোল ওবায়দুল হোসেন জয়, মোহাম্মদ আব্দুল্লাহ ও আমান শরীফ অভয়ের। দিলকুশার একমাত্র গোলটি সাগরের।