পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে জরুরি সেবাপ্রদানকারী সংস্থা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এ লক্ষ্যে ঢাকা ও এর আশপাশের আটটি পয়েন্টে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে রাখা হয়েছে ভ্রাম্যমাণ টহল ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে বাড়ি যাওয়ার পথে এবং ঈদ উদযাপন শেষে বাড়ি থেকে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত যে কোনও পরিস্থিতি মোকাবিলা বা দুর্যোগ-দুর্ঘটনায় দ্রুত বা তাৎক্ষণিক সাড়া দেওয়ার মাধ্যমে সেবা নিশ্চিত করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেসব স্থানে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে সেগুলোর মধ্যে আছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল, মাওয়া ফেরি ঘাট, পাটুরিয়া ফেরি ঘাট, আরিচা লঞ্চ/ফেরি ঘাট, নারায়ণগঞ্জের হাজিগঞ্জ-নবীগঞ্জ ঘাট, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ও বন্দর ঘাট।
এসব স্থানে প্রয়োজনীয় সংখ্যক জনবলসহ সরঞ্জাম যেমন উদ্ধার নৌকা, ডুবুরি ইউনিট, বয়া, ফায়ার পাম্প, সেফটি ভেস্ট, থ্রোইং ব্যাগ, লাইফ জ্যাকেট, মেগা ফোন, ফোল্ডিং স্ট্রেচার, ফাস্ট এইড বক্স, রেইন কোট ইত্যাদি মজুদ রাখা আছে।
তবে ভিন্ন ভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী জনবল ও সরঞ্জামের সংখ্যা কম-বেশি আছে বলে জানিয়েছে জরুরি সেবাপ্রদানকারী সরকারি এই সংস্থা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার সকাল সন্ধ্যাকে জানান, ফায়ার সার্ভিসের বিভিন্ন জোনের উপসহকারী পরিচালক ও জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তারা অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষগুলোর কার্যক্রম তদারকি করবেন।
এসময় আশপাশের ফায়ার স্টেশনগুলো স্ট্যান্ডবাই ডিউটিরত থাকবে। একই সঙ্গে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনে সার্বক্ষণিক একটি রিজার্ভ টিম মোতায়েন থাকবে।
এছাড়া কমলাপুর, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন; ঢাকা-আরিচা মহাসড়ক, মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, পাটুরিয়াঘাট রোড এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল ডিউটি নিয়োজিত থাকবে।
হাতির ঝিলেও ডুবুরিসহ একটি টহল ইউনিট নিয়োজিত থাকবে। এছাড়া ঈদের দিন জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম, বঙ্গভবন ও গণভবনে অগ্নিনিরাপত্তা ইউনিট মোতায়েন থাকবে।
সোমবার থেকে এসব কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের কাজ ২৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষগুলো চালু থাকবে।
জরুরি প্রয়োজনে যেকোনো সহযোগিতার জন্য হটলাইন নম্বর ১০২ ও ১৬১৬৩, নিকটস্থ ফায়ার স্টেশন, কেন্দ্রীয় ও বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ ও অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।