Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন জুনে

রাইসির ছবি হাতে তার সমর্থকরা।
রাইসির ছবি হাতে তার সমর্থকরা।
[publishpress_authors_box]

ইরানে জুনের ২৮ তারিখ প্রেসিডেন্ট নির্বাচন হবে। গত রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হওয়ায় নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিম মঙ্গলবার তেহরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই, স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, আইন বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান এবং সাংবিধানিক কাউন্সিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এক বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচনের আগ পর্যন্ত দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন কিনা তা নিশ্চিত নয়।

দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনা করে ১২ সদস্যের একটি শুরা কাউন্সিল। এতে আলেম ও আইনসভার সদস্যরা থাকেন। তাদের যাচাই বাছাইয়ের পর প্রেসিডেন্ট পদের প্রার্থীরা ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

জুনের ১২ থেকে ২৭ তারিখের মধ্যে নির্বাচনী প্রচার চালানো যাবে।

বিশ্লেষকদের অনেকে মনে করেন, ইব্রাহিম রাইসির মতো কট্টর মতাদর্শিক কাউকেই প্রেসিডেন্ট হিসেবে চাইবেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে এবারের নির্বাচনে সংস্কারপন্থীদের কোনও জায়গা হবে না বলেও তাদের মত।

ইরানের সংবিধানের ১৩১ ধারা অনুসারে, মেয়াদ পূর্ণ হওয়ার আগে প্রেসিডেন্টের মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন। তার তত্ত্বাবধানে পরবর্তী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

দেশটিতে নিয়মিতই প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হয়। নাগরিকদের ভোটে জনপ্রতিনিধি ও প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু দেশের সব নীতি নির্ধারণী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সর্বোচ্চ নেতা। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসাবে কাজ করেন এবং শক্তিশালী বিপ্লবী গার্ডকে নিয়ন্ত্রণ করেন।

সর্বোচ্চ নেতাই ১২ সদস্যের ওই শুরা কাউন্সিলের অর্ধেককে নিয়োগ দেন। তারাই প্রেসিডেন্ট, সংসদ সদস্য ও বিশেষজ্ঞ পরিষদের প্রার্থীদের প্রার্থিতা যাচাই করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত