দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন ঘোষণায় দেখা গেছে, প্রতি ভরিতে মূল্যবান এই ধাতুর দাম কমেছে ৩ হাজার ৪৫৩ টাকা।
সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোমার দাম তিন দফায় ভরিতে ৬ হাজার ৭৮ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ১ হাজার ৩৬৫ টাকা কমানো হয়েছিল। তিন দিনের ব্যবধানে বৃহস্পতিবার আরও ৩ হাজার ৪৫৩ টাকা কমানোর ঘোষণা দিল বাজুস।
সে অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায়।
অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১১ হাজার ৮৯২ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ৯৩ হাজার ১৬০ টাকায়।
বৃহস্পতিবার পর্যন্ত দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ১৮৮ টাকা লেগেছে। প্রতিভরি কিনতে খরচ হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা।
আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ৯৫ হাজার ৫৭৫ টাকায়।
হিসাব বলছে, তিন দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩ হাজার ৪৫৩ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ৩ হাজার ৩০১ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ২ হাজার ৮২৩ টাকা।
সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম কমেছে ২ হাজার ৪১৪ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাই সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারেও কমেছে
বিশ্ববাজারেও সোনার দর নিম্মমূখী হয়েছে। গত ৪ নভেম্বর রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ২ হাজার ৭৪৪ ডলার ৮৭ সেন্ট।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম কমে ২ হাজার ৬৯৬ ডলার ২৪ সেন্টে নেমেছে।
গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে প্রতি আউন্সের দাম ছিল ২ হাজার ডলারের নিচে।
কমল রুপার দাম
সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও খানিকটা কমেছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি রুপা ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হবে। সে হিসেবে ভরিতে কমেছে ১১৭ টাকা। অন্যান্য মানের রূপার দরও একই হারে কমেছে।
শুক্রবার থেকে প্রভিরি ২১ ক্যারেট রূপা বিক্রি হবে ২ হাজার ৪৯৬ টাকায়। ১৮ ক্যারেটের বিক্রি হবে ২ হাজার ১৪৬ টাকায়। সনাতন পদ্ধতির প্রতিভরি রূপা ১ হাজার ৬০৯ টাকায় বিক্রি হবে।