Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

আপাতত বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

ss-primay school-8-3-24
[publishpress_authors_box]

রবিবার থেকে দেশের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। দেশে বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার বিকালে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন প্রাইমারি ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

এর আগে গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে ৪ আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইপক্ষের সংঘাত হয়। পরদিন ১৬ জুলাই সংঘাত ছড়িয়ে পড়ে সারাদেশে। প্রাণহানি হয় ছয় জনের। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সারাদেশের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সেদিন জানিয়েছিল, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত