Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

তীব্র গরমে স্কুল-কলেজে ছুটি বাড়ল

তীব্র গরম থেকে বাঁচতে পানিতে নেমেছে একদল কিশোর। ছবি : সকাল সন্ধ্যা
তীব্র গরম থেকে বাঁচতে পানিতে নেমেছে একদল কিশোর। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে ছুটি সাতদিন বাড়ানো হয়েছে।

রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয়ে টানা ২৬ দিনের ছুটি শেষে রবিবার (২১ এপ্রিল) দেশের সব স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম শুরুর কথা ছিল। তবে ছুটি সাতদিন বাড়ানোর কারণে কার্যক্রম চালু হবে ২৮ এপ্রিল।

শনিবার প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ছুটি সাতদিন বাড়ানোর কথা জানানো হয়েছে।

দেশজুড়ে তাপপ্রবাহের তীব্রতা আগামী কয়েকদিনে বাড়তে পারে- এমন কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর সারাদেশে ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারির পরদিনই দেশের সব স্কুল-কলেজে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত এলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক শাহ রেজাওয়ান হায়াত প্রাথমিক বিদ্যালয়ে ছুটি সাতদিন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে সকাল সন্ধ্যাকে বলেন, “এখনও বিজ্ঞপ্তি হয়নি। মন্ত্রণালয় বিজ্ঞপ্তি রেডি করছে। তবে পুরো দেশে আমরা জানিয়ে দিয়েছি।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এদিকে গরমের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা গণমাধ্যমকে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক জাফর আলী।

তিনি জানান, ছুটি শেষে ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজে ক্লাস শুরু হবে।

তীব্র গরমের কারণে গত বছরও ৫ থেকে ৮ জুন পর্যন্ত দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত