যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোরবানির ঈদ উপলক্ষ্যে সোমবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোহাম্মদপুরের গজনবী সড়কে অবস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এসব উপহার পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম. সরওয়ার-ই-আলম সরকার মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এর বাসিন্দাদের উপস্থিতিতে শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো এসব ফল ও মিষ্টি বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।
এসময় বীর মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।
তারা বলেন, শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পর দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে এনেছেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মানের স্থান দিয়েছেন।
শেখ হাসিনার সরকারের আমলে তারা সবচেয়ে সন্তুষ্ট আছেন, বলেন বীর মুক্তিযোদ্ধারা।
এসময় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বাঙালি জাতির সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।