কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর ৪৫তম আসরের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হল গত ১৫ নভেম্বর। ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রতিযোগিতার জন্য অফিশিয়ালি চূড়ান্ত হয়ে শঙ্খ দাশগুপ্তর পরিচালিত চলচ্চিত্র ‘প্রিয় মালতি’ চলচ্চিত্রটি প্রথম প্রদর্শনীতেই পেয়েছে দর্শকের অভিবাদন, সমালোচকের প্রশংসা।
উৎসবে আমন্ত্রিত হয়ে সিনেমা শেষে মঞ্চে দাঁড়িয়ে সকলের সম্মান ও ভালোবাসা কুড়িয়ে পেলেন প্রযোজক আদনান আল রাজীব, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
কায়রো থেকে সকাল সন্ধ্যাকে সে অভিজ্ঞতার কথা জানালেন নির্মাতা। সঙ্গে দিলেন নতুন সুখবরও।
এবার ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতেও নির্বাচিত হয়েছে ‘প্রিয় মালতি’। দেশের পর্দায় মুক্তির আগেই গুরুত্বপূর্ণ উৎসবগুলিতে ছবিটি প্রদর্শনের এমন বার্তা নিঃসন্দেহে দেশীয় চলচ্চিত্রের জন্য শুভবার্তাই বয়ে আনে।
শঙ্খ বলেন, “প্রথম প্রদর্শনীতে দর্শকের প্রতিক্রিয়া অসাধারণ। ক্রিটিক থেকে শুরু করে দর্শকসারিতে যারা ছিলেন, জার্নালিস্ট, ফিল্মমেকার সকলেই ছবিটি পছন্দ করেছেন। আমরা খুব ইন্টারেস্টিং প্রশ্ন-উত্তর পর্ব করেছি।
“পরদিন একটা আন্তর্জাতিক প্রেস কনফারেন্স ছিল। সেখানেও দারুণ আলাপ হয়েছে। জুরিদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। দেখা যাক ফলাফল কী হয়। আমরা ঘুরছি, অন্যান্য ছবিগুলো দেখছি। অভিজ্ঞতা সঞ্চয় করছি।”
ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে দেশের একমাত্র ছবি হিসেবে প্রিয় মালতি’র নির্বাচিত হওয়া প্রসঙ্গে বলেন, “সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশানে প্রিয় মালতি নির্বাচিত হয়েছে। কায়রো থেকেই আমি সেখানে চলে যাচ্ছি। আগামী ২৭ নভেম্বর ছবিটি সেখানে প্রদর্শিত হবে।
“এটার জন্যও বেশ উত্তেজনা অনুভব করছি। ইন্ডিয়ার মার্কেটপ্লেসটা অনেক বড়। প্রডিউসার, ডিরেক্টর, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কিংয়ের একটা ভালো সুযোগ থাকবে।”
নির্মাতা গেলেও এ যাত্রায় ভারতে উপস্থিত হচ্ছেন না রাজীব-মেহজাবীন।
‘প্রিয় মালতি’-এর গল্পটি বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্যি অগ্নিকাণ্ডের ঘটনা অবলম্বন করে নির্মিত হয়েছে। অগ্নি দুর্ঘটনায় একটি পরিবারের কী অবস্থা হয়, দুর্ঘটনাটিকে কেন্দ্র করে সমাজ থেকে প্রশাসনসহ নানা জায়গায় কি ধরণের প্রভাব পড়ে তাই গল্পের গাঁথুনিতে তুলে ধরেছেন নির্মাতা।
মেহজাবীন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।